কিভাবে টিকটক থেকে টাকা আয় করা যায়
টিকটক থেকে টাকা ইনকাম করার উপায়
TikTok Income Bangladesh
টিকটক থেকে টাকা ইনকাম করার উপায় সম্পর্কে অনেকেই জানতে চান। কেননা বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শর্ট ভিডিও প্লাটফর্ম টিকটক প্রতিবছর তাদের কোনো না কোনো আপডেট নিয়ে আসছে। আমরা যারা টিকটক এ ভিডিও আপলোড করি বা টিকটক এ লাইভ করি তারা অনেকেই জানি যে, অফিসিয়ালি টিকটক থেকে টাকা ইনকাম করা না গেলেও স্পন্সরশিপ, গিফট, কয়েন ইত্যাদির মাধ্যমে টাকা ইনকাম করা যায়।
টিকটক একটি সংক্ষিপ্ত বা ছোট ছোট ভিডিও তৈরীর অ্যাপ্লিকেশন যেখানে আপনি শর্ট মিউজিক ভিডিও, ডায়লগ, কমেডি বা লিপ্সিং করে নিজের অঙ্গভঙ্গিতে ভিডিও তৈরি করতে পারেন।
টিকটকে উপলোড করা কনটেন্ট সাধারণত ভিডিওগুলো সংক্ষিপ্ত এবং বিনোদনমূলক হওয়ায় এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।
আপনারা যারা টিকটক অ্যাপ ব্যবহার করেন এবং টিকটক থেকে টাকা ইনকাম করতে আগ্রহী তাদের জন্য বলতে চাই জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব এর সাথে পাল্লা দিয়ে টিকটক সময়ের সাথে এগিয়ে চলেছে।
আজকের পোস্টে আমরা টিকটক থেকে কিভাবে টাকা আয় করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব।
চলুন প্রথমে জেনে নিন টিকটক কি এবং টিকটক কবে থেকে শুরু হয়েছিল।
Contents In Brief [দেখুন]
টিকটক কি?
কিভাবে টিকটক থেকে টাকা আয় করা যায়
টিকটক কি? কিভাবে টিকটক থেকে টাকা আয় করা যায়
২০১৬ সালে একটি টিকটক নামের একটি সট ভিডিও OTT প্লাটফর্ম এর যাত্রা শুরু হয়েছিল। তার দুই বছরের মধ্যেই এর জনপ্রিয়তা হু-হু করে বেড়ে যায়। ২০১৮ সালের অক্টোবরে আমেরিকায় সব থেকে বেশি ডাউনলোড করা হয়েছল এই টিকটক অ্যাপ। ইতিমধ্যেই পার্শ্ববর্তী দেশ ভারতে ১০ কোটিরও বেশি মানুষ টিকটক অ্যাপ ডাউনলোড করেছেন।
মূলত টিকটক হচ্ছে একটি ভিডিও শেয়ারিং প্লাটফর্ম।
ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে প্রতিমাসে গড়ে প্রায় ২ কোটি মানুষ টিকটক ব্যবহার করছে।
গুগল প্লে স্টোরে ৮০ লক্ষেরও অধিক ভারতীয় এই অ্যাপটির রিভিউ করেছে।
বলিউড স্টারেদের অনেকেই এই অ্যাপটিকে নিজেদের পছন্দের তালিকায় রেখেছেন।
কিভাবে টিকটক থেকে টাকা আয় করা যায়
বেশ কিছু মানুষের কাছে টিকটক ভিডিও তৈরি রোজগারেরও মাধ্যম হয়ে উঠেছে। টিকটক ভিডিও এর মাধ্যমে অনেক মানুষ ভাইরাল দুনিয়ার সেলেব্রেটি হয়ে গেছেন।
বর্তমান দুনিয়ার অন্যতম জনপ্রিয় টিকটকার Khabe Lame করোনার সময় চাকরি হারিয়ে Tiktok video বানানো শুরু করেন।
তিনি মুখ থেকে একটি শব্দ উচ্চারণ না করে আজ পর্যন্ত ভিডিও বানিয়ে চলেছেন।
Khabe Lame tiktok কারীর বর্তমান মোট সম্পত্তির পরিমান ২ মিলিয়ন ডলারের উপরে। টিকটক থেকে যে টাকা ইনকাম করা যায়, এটি তার প্রমান।
ইউটিউব থেকে টাকা আয় করার যেমন অনেক উপায় রয়েছে তেমনি টিকটক থেকেও বিভিন্ন উপায়ে আয় করা যায়।
টিকটক অ্যাপে অভিনয় বা নাচ করে আপনার রোজগার কত হবে তা নির্ভর করবে আপনার ভিডিও কত মানুষ শেয়ার করল তার ওপর বা আপনি কত লাইক বা কমেন্ট পেলেন তার ওপর।
টিকটক থেকে টাকা ইনকাম করার বিভিন্ন উপায় নিচে আলোচনা করা হলো–
1. টিকটক থেকে অ্যাড মনিটাজেশন করে আয়
টিকটক থেকে আয় করার একটি অন্যতম উপায় হলো টিকটক অ্যাডস প্লাটফর্ম।
আমরা সবাই গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব অ্যাপ সম্বন্ধে পরিচিত। তাদের মতো করে টিকটক প্ল্যাটফর্মেও টিকটক অ্যাডস এসেছে। আপনাকে টিকটক আইডি দিয়ে সাইন আপ করতে হবে এবং নিজের একাউন্টে তাদের অ্যাড অ্যাকসেস করাতে হবে। সেই এডভার্টাইজিং এর মাধ্যমে আপনি নিজে চাইলে ইনকাম করতে পারবেন।
2. টিকটক থেকে ডোনেশন বা In-Built মনিটাজেশনের মাধ্যমে টাকা আয়
টিকটক থেকে টাকা ইনকাম করার দ্বিতীয় উপায় হল ডোনেশনের মাধ্যমে আয়।
টিকটক থেকে আপনি লাইভে গিয়ে ডোনেশন সংগ্রহ করতে পারবেন নিজের ভিজিটর দের কাছ থেকে।
মোটকথা built-in মনিটাইজেশন হলো একপ্রকার মনিটাইজেশন, যেখানে আপনার অডিয়েন্সেরা আপনাকে টাকা ডোনেট করতে পারবে।
টিকটকের ক্রিয়েটররা কয়েন দিয়ে কি করে
যখন কেউ কয়েন ব্যবহার করে কাউকে স্টিকার পাঠায়, তখন টিকটকার সেই কয়েন নিতে পারেন এবং তার মাধ্যমে ডায়মন্ড ক্রয় করতে পারে।
আর ডায়মন্ড পরিশেষে ক্যাশে রূপান্তর করা যায়। যা Paypal / Paoneer এর মাধ্যমে উইথড্র করে নেয়া যায়।
3. টিকটক ম্যানেজমেন্ট করে টাকা আয়
টিকটক এর মাধ্যমে আপনি নিজের ওয়েবসাইট, প্রতিষ্ঠান বা যেকোনো সোশ্যাল একাউন্ট প্রমোট করতে পারেন।
সেগুলোর লিংক নিজের বায়োতে দিয়ে রাখলে সেখান থেকে বেশি ট্রাফিক হবে। সেগুলো আপনার ওয়েবসাইট, ফেসবুক পেজ বা ইউটিউব একাউন্টে গেলে সেখান থেকে আপনার আয় হবে এবং একটি মাধ্যমের ওপর নির্ভর করে অন্য মাধ্যমে টাকা আয় করতে পারবেন।
4. স্পনসারশিপ ভিডিও টিকটক থেকে টাকা ইনকাম
জনপ্রিয় ভিডিও ওয়েবসাইট ইউটিউব এর মত Tiktok এ আপনি স্পনসর্শিপ থেকে অর্থ উপার্জন করতে পারবেন।
আপনার যদি লক্ষ লক্ষ ফলোয়ার্স থাকে তাহলে আপনি নিজে টিকটকের সংস্থার সাথে সরাসরি যোগাযোগ করবে এবং আপনার কাছে মোটা অঙ্কের টাকা দিবে।
অথবা অন্য কেউ আপনার মাধ্যমে তার নিজস্ব প্রোডাক্ট বা অনলাইন কোর্স সেল করানোর মাধ্যমে আপনাকে টাকা দিবে।
টিকটক থেকে টাকা ইনকাম করার জন্য স্পন্সরশিপ একটি অন্যতম মাধ্যম।
5. অন্যের টিকটক একাউন্ট প্রমোট বা পেইড কন্টেন্ট তৈরি করে
আমি ধরে নিলাম আপনি একজন টিকটক ক্রিয়েটর এবং আপনার কয়েক হাজার কিংবা লাখের উপর ফলোয়ার আছে।
এখন আপনি চাইলে নতুন টিকটকার দের সাথে নিয়ে ভিডিও তৈরি করে তাদের ভিডিও প্রমোট করতে পারেন।
তাছাড়া তাদের সাথে ভিডিও তৈরি করে তাদের চ্যানেলকে সমৃদ্ধ করতে পারেন। আর এইভাবে মূলত টিকটক থেকে টাকা ইনকাম করা যায়।
যেকোনো নতুন টিকটকার আপনার সাথে কন্টাক্ট করতে পারে তার জন্য একটি ভিডিও তৈরি করে দেওয়ার জন্য।
আর এভাবে আপনি টাকার বিনিময়ে তার সাথে ভিডিও তৈরি করতে পারেন। ফলে তার চ্যানেল ও টিকটক একাউন্ট প্রমোট হবে এবং সেও ভালো ভিউ পাবে।
ইনস্টাগ্রাম স্টোরি এবং টিকটকের ভিডিও অনেকটা একই রকম। আপনি টিকটক এ ভিডিও শেয়ার করতে পারেন।
কিন্তু ইনস্টাগ্রাম স্টোরি 24 ঘণ্টার বেশি স্থায়ী থাকে না। যেটা টিক টক এ সারাজীবন থাকে। যার কারণে টিকটকের এটি একটা সুবিধা।
আপনি এখানে ভিডিও করতে পারেন, লাইভ করতে পারেন। লাইভ থেকে খুব ভালোভাবেই টিকটকে প্রডাক্ট প্রমোট করানো যায়।
কনটেস্ট (প্রতিযোগিতায়) অংশ নিয়ে টাকা আয়
জনপ্রিয় টিকটক মোবাইলে প্রচুর প্রতিযোগিতা হয়ে থাকে আপনিও চাইলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন।
আপনার ভিডিও যদি সেরা নির্বাচিত হয় তাহলে আপনাকে 100 ডলার থেকে 1000 ডলার পর্যন্ত পুরস্কার হিসেবে দেওয়া হতে পারে।
গিফট থেকে টাকা আয়
আপনি যদি সেলিব্রেটি হয়ে যেতে পারেন অর্থাৎ আপনার যদি ফলোয়ার অনেক বেশি হয় এবং আপনার ভিডিও মানসম্মত হয় তাহলে আপনার ফলোয়ার আপনাকে বিভিন্ন ধরনের গিফট করবে।
এক্ষেত্রে আপনি টিকটক থেকে টাকা ইনকাম করতে পারবেন। এছাড়া টিকটক কোম্পানি থেকেও আপনাকে সরাসরি গিফট পাঠাতে পারে।